সহজে ডাটা এন্ট্রির কাজ পাবেন যে ৩টি ওয়েবসাইটে
ইন্টারনেটে ইনকামের জন্য বিভিন্ন কাজের সন্ধান করার ক্ষেত্রে প্রথমেই ডাটা এন্ট্রি কাজের ওয়েবসাইট ও ক্যাপচা এন্ট্রির ওয়েবসাইটেই আমরা বেশি ভিজিট করে থাকি। প্রাথমিক পর্যায়ে কোন ধরনের বিশেষ দক্ষতা ছাড়াই শুধুমাত্র টাইপিং এ একটু ভাল গতি হলেই যে কেউ এ ধরনের কাজ করতে পারেন।
বর্তমানে অন্যান্য ফ্রিল্যান্সিং এর কাজের মতই প্রচুর পরিমাণে ডাটা এন্ট্রির কাজ পাওয়া যায়। বিভিন্ন ফ্রিল্যান্সিং ওয়েবসাইটে যে কাজগুলি সবচেয়ে বেশি সার্চ হয়ে থাকে, তার বড় একটি অংশই ডাটা এন্ট্রির। তাই এই কাজটি কতটা জনপ্রিয় তা খুব সহজেই অনুমেয়।
ডাটা এন্ট্রির কাজে বেশিরভাগ ক্ষেত্রে একটি সোর্স দেখে দেখে কম্পিউটারের মাধ্যমে ডাটা টাইপ করতে হয়। মোবাইলের মাধ্যমে কাজটি করা গেলেও তা সময় সাপেক্ষ এবং অপেক্ষাকৃত একটু জটিল। বর্তমানে অসংখ্যা কোম্পানী তাদের ডাটা এন্ট্রির কাজের জন্য এমন ফ্রিল্যান্সারদের নিয়োগ করতে আগ্রহী যারা ঘরে বসে কাজ করতে ইচ্ছুক।
আপনার যদি অন্যান্য কাজের ক্ষেত্রে অভিজ্ঞতা কম হয়ে থাকে বা টাইপিং এর গতি মোটামুটি ভাল হয়ে থাকে, তাহলে আপনি এ কাজের জন্য উপুযুক্ত। পাশাপাশি আপনি যদি এমন কাজের সন্ধান করে থাকেন যা আপনি ঘরে বসে অবসর সময়ে করে কিছু অতিরিক্ত অর্থ উপার্জন করতে পারবেন, তাহলে এটি আপনার জন্য আদর্শ একটি কাজ।
এমন অনেক ডাটা এন্ট্রি কাজ রয়েছে যা অনলাইনে কিংবা অফলাইনে করতে পারবেন। আর ডাটা এন্ট্রি কাজের জন্যে আপনার দরকার বিশ্বস্ত কিছু ওয়েবসাইট। ডাটা এন্ট্রির কাজের জন্যে অনেক ওয়েবসাইট থাকলেও শুধু মাত্র বিশ্বস্ততা, বিশেষত পেমেন্ট পাওয়ার নিশ্চয়তার দিক বিবেচনা করে আমি এখানে ৩টি ওয়েবসাইট আপনাকে সাজেস্ট করছি।
ডাটা এন্ট্রি কাজের ওয়েবসাইট
ডাটা এন্ট্রি কাজে এত বিপুল পরিমাণ সম্ভাবনা থাকা স্বত্বেও এর সাথে জড়িত কিছু স্ক্যামের বিষয়টি নিয়েও আপনাকে সতর্ক থাকতে হবে। অজ্ঞতা বশতঃ যেখান সেখান থেকে কাজ নিলে আপনার প্রতারিত হওয়ার সম্ভাবনাই বেশি থাকবে। সেক্ষেত্রে অবশ্যই আপনাকে কোন স্বনামধন্য কোম্পানী বা কোন ভাল মানের ওয়েবসাইট থেকেই কাজ নিতে হবে যারা নিশ্চিতভাবে আপনাকে পারিশ্রমিক প্রদান করবে। সে রকমই কিছু ওয়েবসাইট নিয়ে আলোচনা করতে যাচ্ছি, তবে তার আগে জেনে নিন এ কাজের জন্যে আপনার কী কী লাগবে।
ডাটা এন্ট্রি কাজের জন্য আপনার যা প্রয়োজন:
ঘরে বসে কাজ করার জন্য অবশ্যই প্রথমেই আপনার দ্রুত এবং নির্ভুলভাবে টাইপ করার দক্ষতা থাকা প্রয়োজন। প্রায় সব কোম্পানীই আপনি যতগুলি সঠিক শব্দ টাইপ করবেন তার উপর ভিত্তি করেই পেমেন্ট দিয়ে থাকে। এ ধরনের কাজের জন্য আপনার বেশ কিছু বিষয়ের প্রতি নজর দিতে হবে। যেমন:
- আপনার অবশ্যই অল্প সময়ে দ্রুত গতিতে নির্ভুল শব্দ টাইপ করার মত দক্ষতা থাকতে হবে।
- কম্পিউটার এবং অফিস অ্যাপ্লিকেশন সফ্টওয়্যার পরিচালনার প্রাথমিক ধারণা থাকতে হবে।
- ওয়ার্ড প্রসেসিং, ডাটাবেজ, প্রেজেন্টেশন ভিত্তিক বিভিন্ন সফ্টওয়্যার পরিচালনার প্রাথমিক ধারণা থাকতে হবে।
- দ্রুতগতির ইন্টারনেট সংযোগ সহ একটি ভাল মানের কম্পিউটার থাকতে হবে।
- আপনার দক্ষতা এবং অভিজ্ঞতার বিস্তারিত বিবরণ সাপেক্ষে একটি জীবন বৃত্তান্ত তৈরী থাকতে হবে।
- একটি নির্দিষ্ট ব্যক্তিগত বা বানিজ্যিক ফোন নম্বর থাকতে হবে।
ডাটা এন্ট্রি কাজের জন্য যে-সব যোগ্যতা প্রয়োজন, তাতে খুব কম সহয়েই দক্ষতা অর্জন করা সম্ভব। পাশাপাশি এ ধরনের কাজের জন্য ব্যবহৃত কম্পিউটারের দামও খুব বেশি না। তাই চলুন দেরি না করে জেনে নেওয়া যাক কিছু সেরা ওয়েবসাইট সম্পর্কে যেখানে আপনি ডাটা এন্ট্রির কাজ করতে পারবেন।
স্মার্ট ক্রাউড
এই ওয়েবসাইটটি পূর্বে ভার্চুয়াল বি নামে পরিচিত ছিল। এটি এমন একটি কোম্পানী যারা প্রতিনিয়ত এমন ফ্রিল্যান্সারদের সাথে চুক্তিবদ্ধ হয়ে থাকে যারা ঘরে বসে কাজ করতে আগ্রহী। কোম্পানীটি তাদের কায়েন্টদের বিভিন্ন ডাটা এন্ট্রির কাজ ফ্রিল্যান্সারদের মাধ্যমে করিয়ে থাকে।
এদের সাথে কাজ করার জন্য যে সকল যোগ্যতা থাকা প্রয়োজন তা যদি আপনার থেকে থাকে, তাহলে তারা আপনার আবেদন গ্রহণ করে আপনাকে ঘরে বসেই কাজ করার সুযোগ করে দেবে। আপনি তাদের ওয়েবসাইটে লগইন করেই বিভিন্ন ডাটা এন্ট্রির কাজ থেকে নিজের পছন্দেরটি বেছে নিতে পারবেন। কোম্পানীটি সাধারণত প্রতি ঘন্টার ৫-৬ ডলারের মত পারিশ্রমিক প্রদান করে থাকে। আপনার অ্যাকাউন্টে ৩০ ডলারের মত জমা হলেই আপনি সেটি ব্যাংক চেকের মাধ্যমে তুলে ফেলতে পারবেন।
আপওয়ার্ক সম্পর্কে নতুন করে বলার মত কিছু নেই। আপওয়ার্কে অ্যাকাউন্ট খোলার প্রক্রিয়াটি জেনে নিয়ে অ্যাকাউন্ট খুলুন ও আপনার প্রোফাইল তৈরী করে প্রয়োজনীয় স্কিল টেষ্ট দিয়ে বিভিন্ন ডাটা এন্টির কাজে বিড করতে শুরু করুন। কায়েন্টের নেয়া ইন্টারভিউ ও বিডের মাধ্যমে কাজটি পেয়ে গেলে আপনি প্রতি ঘন্টা ভিত্তিতে ঘরে বসেই কাজ করতে পারবেন।
প্রতি ঘন্টায় আপনি কত পারিশ্রমিকে কাজ করবেন এটি আপনাকেই নির্ধারণ করে দিতে হবে। আপনার পারশ্রমিক, আপনার দক্ষতা এবং কায়েন্টের চাহিদা এই তিনটি জিনিস মিলে গেলেই কাজটি পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি।
ফাইভার:
ফাইভার ডাটা এন্ট্রি কাজের জন্য সবচেয়ে জনপ্রিয় ওয়েবসাইটগুলির মধ্যে একটি। এখানে আপনি ডাটা এন্ট্রি, রাইটিং, ট্রান্সলেশন, ট্রান্সক্রাইবিং কাজের জন্য বিজ্ঞাপন দিতে পারবেন। এখানে কোন কাজের জন্য আপনাকে বিড করতে হবে না। ফাইবারে আপনি কাজের জন্য যে বিজ্ঞাপন পোষ্ট করেন তাকে গিগ বলা হয় যার প্রতি গিগের মূল্য ৫ ডলার। অনলাইনে ডাটা এন্ট্রি কাজের জন্য ফাইবার একটি চমৎকার ওয়েবসাইট।
ডাটা এন্ট্রি কাজের ওয়েবসাইট ভিজিট করার আগে অবশ্যই নিজেকে ভাল ভাবে প্রস্তুত করে নিন। প্রয়োজনে আগেই কাজের জন্য আবেদন না করে কিছু দিন ঘরে বসে প্রাকটিস করুন। আপনি প্রতি মিনিটে কতটি শব্দ নির্ভুলভাবে টাইপ করতে পারছেন, সেদিকে লক্ষ্য রাখুন এবং ধীরে ধীরে সেটি বৃদ্ধির চেষ্টা করুন।
মনে রাখবেন, আপনি যত দ্রুতই টাইপ করুন না কেন তাতে যদি বানান ভুল থাকে, তাহলে ক্লায়েন্ট আপনাকে আর কখনও কাজ দেবে না। এমনকি আপনার পেমেন্টও বাতিল হয়ে যেতে পারে। এজন্য প্রথমে নিজেকে ঠিকমতো যাচাই করুন এবং যখন আপনার মনে হবে যে আপনি প্রস্তুত, তখন থেকেই কাজ শুরু করুন।
No comments